zSeries সিস্টেমের ক্ষেত্রে যে কোন এফ.সি.পি. (ফাইবার চ্যানেল প্রোটোকল) ডিভাইসের নাম আপনাকে নিজেই লিখতে হবে যেন ইনস্টলেশন প্রোগ্রামটি উক্ত হার্ডওয়ার ডিভাইসকে সনাক্ত করতে পারে। এখানে যে সব মান লেখা হবে, সংশ্লিষ্ট কম্পিউটারে একই বিষয়ে তাদের অনুরূপ কোন মান থাকতে পারবে না।
এখানে যে সব মান লেখা হবে, তাদের প্রত্যেককে অন্তত দু'বার ভাল করে পরীক্ষা করতে হবে, কারণ এই মান লেখার ক্ষেত্রে কোন ভুল হলে তা সিস্টেমের সঠিকভাবে কাজ করার অন্তরায় হতে পারে।
এই মানগুলো সম্পর্কে আরো জানতে হলে আপনার সিস্টেমের সাথে প্রাপ্ত হার্ডওয়ার ডকুমেন্টেশন পড়ুন। এছাড়া এই সিস্টেমের নেটওয়ার্ক যিনি স্থাপন করেছেন, সেই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথেও এ বিষয়ে আলোচনা করুন।