লিনাক্স ইনস্টলেশনের সময় নতুন ব্যবহারকারীগণ সবচেয়ে বড় যে সমস্যাটির সম্মুখীন হন তা হল পার্টিশন তৈরি। এই বিষয়টিকে সহজ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে পার্টিশন তৈরির সুযোগ দেওয়া হয়েছে।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে পার্টিশন তৈরি বেছে নিলে, পার্টিশন তৈরির কোন সফটওয়ার ব্যবহার করে আপনাকে পার্টিশন মাউন্ট করার অবস্থান নির্ধারণ করতে হবে না, কোন পার্টিশনও তৈরি করতে হবে না, এমন কি সফটওয়ার ইনস্টল করার জন্য কোন স্থানও বরাদ্দ করতে হবে না।
নিজেই পার্টিশন তৈরি করতে চাইলে ডিস্ক ড্রুইড নামক পার্টিশন তৈরির সফটওয়ারকে বেছে নিন।
অন্য কোন ইনস্টলেশন পদ্ধতি ব্যবহার করতে চাইলে পূর্ববর্তী বাটন চাপুন, অন্যথায় পরবর্তী বাটন চেপে বর্তমান ইনস্টলেশন পদ্ধতিতেই এগিয়ে যান।